Eastmedinipur

Mar 25 2023, 17:02

*ঘূর্ণিঝড় প্রভাব কাটিয়ে সেজে উঠল স্কুল*

ঘুর্ণিঝড় ইয়াসে ভেঙ্গে পড়েছিলো হলদিয়ার রপনারায়নচক প্রাথমিক বিদ্যালয়। কষ্টের মধ্যে ক্লাস করছিলো স্কুলের পড়ুয়ারা। স্কুলের ভগ্ন অবস্থা থেকে নতুন রুপে সাজিয়ে তুলতে এগিয়ে আসে হলদিয়া এনার্জি লিমিটেড। তাদের সিএসআর ফান্ডের অর্থে স্কুলটি নতুন করে সাজিয়ে তোলা হয়। স্কলটিকে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে আর পাঁচটা বেসরকারি নামি স্কুলকে হারমানাবে।

এদিন নব রুপে সজ্জিত স্কুলের উদ্বোধন করেন হলদিয়া এনার্জি লিমিটেড সিও সুদীপ্ত মুখার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন পর্ণা মুখার্জি, সোমনাথ দত্ত সহ অন্যান্যরা। প্রান্তিক এলাকার ছেলে মেয়েদের লেখাপড়া শেখার জন্য সংস্থার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজন।

 বাংলার পাশাপাশি ভারত জুড়ে তাদের পরিষেবা প্রদানের লক্ষ্যে একাধিক চিন্তাভাবনা করা হয়ছে বলে জানান সুদীপ্তবাবু।

Eastmedinipur

Mar 25 2023, 12:50

*দোকানে চুরি ও অগ্নি সংযোগ, চাঞ্চল্য মহিষাদলে*

মহিষাদল: রাতের অন্ধকারে প্রথমে দোকানে চুরি পরে দোকানে আগ্নি সংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মহিষাদল থানার সরবেড়িয়ার সাঁকো এলাকায়। জানাগিয়েছে শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতী প্রথমে একটি দোকানে চুরি পরে পাশের দোকানে চুরি করে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। রাত্রি ২ টা আড়াইটা নাগাদ স্থানীয় মানুষ জানতে পেরে তারাই এসে জল দিয়ে আগুন নেভায়। প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগিয়ে। রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ধরনের ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা জয়দেব প্রামাণিক জানান, স্থানী সিভিক ভলান্টিয়ারের কাছ থেকে খবর পাই দোকানে আগুন লেগেছে। কয়েকজনকে ডেকে নিয়ে এসে জল দিয়ে আগুন নেভাই। তার জানা যায় পাশের একটি দোকানের জিনিসপত্র চুরি হয়েছে।

Eastmedinipur

Mar 24 2023, 18:03

*কড়া নিরাপত্তার মধ্যদিয়ে চলছে হলদিয়া ডক ইনস্টিটিউট এর পরিচালন কমিটির নির্বাচন*


হলদিয়া: হলদিয়া ডক ইনস্টিটিউট কার দখলে থাকবে?। বিজেপির শ্রমিক সংগঠ বিএমএস, না শাসকদল তৃণমূল এর শ্রমিক সংগঠন আইএনটিটইউসি না বাম জোট প্রগতিশীল জোটের তা নির্ধারণ করতে শুক্রবার হলদিয়ার বি বি ঘোষ অডিটোরিয়ামে শুরু হয়েছে নির্বাচন। পরিচালন কমিটির মোট ভোটার ৭৩২জন। মোট আসন ১৯ টি, ১৯ টি আসনের জন্য মোট পার্থী রয়েছে ৫৭ জন। এদিন কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮ থেকে ভোট গ্রহন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

ভোটাররা তাদের সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকে তাদের ভোট প্রদান করছে। সকাল থেকে তিনটি রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকেরা উৎসবের মেজাজে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহন করেছে।

Eastmedinipur

Mar 24 2023, 14:46

*দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র, শুনলেন অভাব অভিযোগ*

তমলুক: দিদির সুরক্ষা কবজ কর্মসূচি পালন করা হলো তাম্রলিপ্ত পৌরসভার বেশ কিছু এলাকায়। দিদির দুত হিসাবে কর্মসূচিতে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। তাম্রলিপ্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ডে পায়রাটুনি এলাকায় দুর্গা মন্ডপে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। সাথে ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, উপ পৌর প্রধান লীনা মাভৈঃ রায়, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়া, সহ তাম্রলিপ্ত পৌরসভার কুড়িটি ওয়ার্ডের ১৮ জন তৃণমূলের কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এক নম্বর ওয়ার্ড থেকে পায়ে হেঁটে তাম্রলিপ্ত বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। মিড ডে মিল ঠিকমত চলছে কিনা ছাত্র-ছাত্রীরা পোশাক পাচ্ছে কিনা, এরপর তাম্রলিপ্ত বালিকা বিদ্যালয় হাই স্কুলে প্রবেশ করেন দিদির দূত বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র।

এভাবেই সারাদিন ধরে চলবে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি।মূল এলাকার মানুষের সমস্যার কথা জানতে এবং সমস্যাগুলি কিভাবে মেটানো যাবে তা জানাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কর্মসূচির মাধ্যমে জনপ্রতিনিদের এলাকায় এলাকায় পাঠাচ্ছেন।

বিধায়কদের কাছে পেয়ে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ তুলে ধরতে পারছে।কেউ সরকারের কাজের বিরোধীতা করে অভিযোগ করছে আবার কেউ সরকারি কাজের খুশি হয়ে সাধুবাদ জানাচ্ছেন।

Eastmedinipur

Mar 24 2023, 13:50

*জলের অভাবে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ডায়ালিসিস ইউনিট গতকাল থেকে বন্ধ। সংকটে ডায়ালিসিস রোগীরা*

তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নতুন করে সাজানো হলেও পুরনো জেলা হাসপাতালের বিল্ডিংয়ে রয়েছে ডায়ালিসিস সেন্টার। আর সেখানেই ডায়ালিসিস করতে আসা রোগীরা গতকাল থেকে কেউ শুয়ে বা কেউ বসে রয়েছে। কারণ পূর্ব মেদিনীপুরের জেলা হাসপাতাল ইউনিটে দুটি জলের পাম্প রয়েছে, যার মধ্যে একটি পাম্প সম্পূর্ণ খারাপ, অন্য একটি পাম্প চালু থাকলেও গতকাল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কাজ করতে গিয়ে একটি পাইপ ভেঙে যায়।

ফলে ডায়ালিসিস করতে যে পরিমাণ জল লাগে তা বন্ধ হয়ে যায়। পাশাপাশি রোগীর আত্মীয়দের পানীয় জল না পাওয়া গেলে তাম্রলিপ্ত পৌরসভা কে খবর দেয়া হলে একটি খাওয়ার জলের ট্যাংক দিয়ে যায়। পুরো বিষয়টি তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ শর্মিলা মল্লিক দেখভাল করছেন।

তিনি জানান পিডব্লিউডি এবং পি এইচ ই এর সঙ্গে কথা বলে দ্রুত জলের ব্যবস্থা করবেন। এদিকে ডায়ালিসিস না হওয়ার কারণে পরিবারের আত্মীয়রা দুশ্চিন্তায় রয়েছেন।

Eastmedinipur

Mar 24 2023, 12:55

*রমজান মাসে ফলের দাম বৃদ্ধি, সমস্যায় ক্রেতা বিক্রেতা উভয়েই*


পূর্ব মেদিনীপুর : আজ থেকে শুরু রমজান মাস। রমজান মাসে ফলের দাম অনেকটাই বেড়ে যাওয়ায় ভীষন সমস্যায় ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। কিছুদিন আগে যে ফলের দাম ছিলো সেই ফলের দাম একধাক্কা অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে ক্রেতারা আসলেও তা খুব কম ওজনের জিনিস কিনছেন। 

একনজরে দেখে নেওয়া যাক ফলের দাম বাজারে কেমন যাচ্ছে-

শসা - ৩৫/৪০ টাকা কেজি।

লেবু- ১০/১২ টাকা পিস।

পাতিলেবু ৬/৭ টাকা পিস।

খেজুর- ১০০/১২০ টাকা কেজি।

আম-১৩০/১৫০ টাকা কেজি।

আপেল-১৫০/১৮০ টাকা কেজি।

তরমুজ - ২৫/৩০ টাকা কেজি।

পেয়ারা-১০০/১২০

অন্যান্য ফলের দাম কেজি প্রতি ১৫/ ২০ টাকা বৃদ্ধি পেয়েছে।

ফলের দাম বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন সমস্যায় ক্রেতারা তেমনি সমস্যাও পড়েছেন। কারন দোকানে ক্রেতারা আদলেও ফলের দাম শুনে কম জিনিস কিনছেন। দাম বাড়লেও সাধ্যমতো কেনাকাটা করছে ক্রেতারা।

Eastmedinipur

Mar 24 2023, 08:17

*হলদিয়ার ইসিএল ও এক্সাইডের নতুন বেতনচুক্তি, খুশির হাওয়া শ্রমিক মহলে*


হলদিয়া: নতুন বেতনচুক্তিতে স্বস্তির নিশ্বাস ফেললেন হলদিয়া শিল্প তালুকের দু'টি কারখানার ঠিকা শ্রমিকরা। বৃহস্পতিবার শিল্প তালুকের এক্সাইড ইন্ডাস্ট্রি এবং ইলেক্ট্রোস্টিল কাস্টিং লিমিটেডের শ্রমিকদের নতুন বেতনচুক্তি হল। কারখানার শীর্ষ কর্তা, শ্রমিক প্রতিনিধি, শ্রম আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি চন্দন দে প্রমুখ। এদিন ইলেক্ট্রোস্টিল কাস্টিং লিমিটেডের (ইসিএল) ৩৪৬ জন শ্রমিকের জন্য ৪ বছরের নতুন বেতনচুক্তি হল।
আনস্কিল্ড শ্রমিকদের বেতনচুক্তি করা সম্ভব হল। আনস্কিল্ড শ্রমিকদের ১১হাজার ১৩৯ টাকা থেকে বেড়ে হলো ১৩ হাজার ৮৩৬ টাকা, সেমি স্কিল্ড শ্রমিকদের ১১হাজার ২৫২ টাকা থেকে ১৩হাজার ৯৫২ টাকা হয়েছে, স্কিল্ড শ্রমিকদের ১১ হাজার ৫১২ টাকা থেকে বেড়ে ১৪ হাজার ২১২ টাকা হয়েছে। হাই স্কিল্ড শ্রমিকদের ১৩ হাজার ০৩২ টাকা থেকে বেড়ে ১৫ হাজার ৭৩১ টাকা হয়েছে। ২০২২ সালের জানুয়ারি থেকে বর্ধিত বেতন চালু হলো।যা ২০২৫ সাল পর্যন্ত পাবে।

এই ধরনের বেতন বৃদ্ধি হওয়ায় খুশির হাওয়া শ্রমিক মহলে। হলদিয়া শিল্পাঞ্চল রাজ্যের অন্যতম শিল্পাঞ্চল। সেই শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকরা যাতে কোনোভাবে সমস্যায় না পড়ে তার জন্য বিশেষ নজর শাসকদল তৃণমূলের। শ্রমিকদের সমস্যা যাতে সমাধান করা যায় তার জন্য দফায় দফায় সভাপতি সমিতি করেছে শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ জেলার নেতৃত্বরা। বর্তমানে ত্রিপাক্ষিক যুক্তির মাধ্যমে ধিরে ধিরে শ্রমিকদের সমস্যা দূর হচ্ছে বলে মনে করছেন শ্রমিকরা।

Eastmedinipur

Mar 23 2023, 16:39

*প্রান্তিক এলাকায় " দুয়ারে ডাক্তার" কর্মসূচি, খুশি এলাকার মানুষ*


ময়না: রাজ্যের প্রতিটি মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবায় পায় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় " দুয়ারে ডাক্তার" কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। রাজ্যের অন্যান্য জেলায় এই পরিষেবা চালু হলেও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার ময়না ও পটাশপুর দুটি জায়গায় "দুয়ারে ডাক্তার" কর্মসূচি গ্রহন করা হয়েছে। এদিন তাম্রলিপ্ত গভমেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল এর চিকিসকরা " দুয়ারে ডাক্তার" কর্মসূচিতে যোগদান করেন।

এদিন ময়নায় ক্যাম্পে জেলাশাসক পূর্ণেন্দু মাজি,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় সহ অন্যান্য আধিকারিকরা হাজির ছিলেন। জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, জেলার প্রান্তিক এলাকার মানুষজন যাতে চিকিৎসা পরিষেবা পায় তার জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে "দুয়ারে ডাক্তার" কর্মসূচি গ্রহন করা হয়েছে। সেই কর্মসূচিতে এলাকার প্রায় দেড় হাজার মানুষ তাদের নাম নথিভুক্ত করেছেন।

তাদের চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ওষদপত্র প্রদান করা হবে। বাড়ির কাছে এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ।

নির্মল প্রামাণিক নামে এক পরিষেবা প্রাপক জানান, এই ধরনের চিকিৎসা পরিষেবা বাড়ির পাশে হওয়ায় এলাকার অনেক গরিব মানুষ পরিষেবা গ্রহন করতে পারছে। এই ধরনের পরিষেবা যাতে মাসে একবার হয় তার আবেদন জানাই প্রশাসনের কাছে।।

Eastmedinipur

Mar 23 2023, 14:19

*জল সরবরাহের সমস্যা খুঁটিয়ে দেখতে পরিদর্শনে খাল সংস্কার সমিতির সম্পাদক*

পি এইচ ই দপ্তরের বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্পের পাইপ লাইন সোয়াদীঘি খালের উপর বল্লুকহাট সংলগ্ন স্থানে কুড়িটি থাম দিয়ে এমনভাবে বাইপাস করা হচ্ছে যাতে খালের জল সরবরাহের ক্ষেত্রে ভয়াবহ সমস্যা হবে। এর বিরুদ্ধে সোয়াদীঘি খাল সংস্কার সমিতির পক্ষ থেকে ২১শে মার্চ  পি এইচ ই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বল্লুক ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান, শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও এবং সেচ দপ্তরের এসডিও'র নিকট ডেপুটেশন দেওয়া হয়। তাঁরা বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

ওই ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন খাল সংস্কার সমিতির পক্ষে অশোক মাইতি, স্বপন সামন্ত। উক্ত অভিযোগের ভিত্তিতে আজ পিএইচপি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৈকত যশ ওই স্থান পরিদর্শনে আসেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা, সহ-সভাপতি ডাক্তার সন্তোষ মাইতি, সহ  সম্পাদক অশোক মাইতি প্রমুখ।
        



সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা বলেন,খালের উপর থেকে এই থামগুলি যদি সরানো না হয় ২২ কিলোমিটার দীর্ঘ খালের শতাধিক মৌজার জলনিকাশি ভীষনভাবে ব্যাহত হবে। উনি এই সমস্যার দ্রুত সমাধান করে খালের জলনিকাশী ও সেচের ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় তা সুনিশ্চিত করার দাবী জানান।

Eastmedinipur

Mar 22 2023, 18:45

*দিঘার সমুদ্র উপকূল এলাকায় প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় আগাম মহড়া প্রশাসনের, সতর্কীকরণে সাংবাদিক বৈঠক জেলাশাসকের*

তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী হওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগ হলেই এই জেলার দীঘা, রামনগর, হলদিয়া সহ বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। নিম্ন চাপের কোন আগাম বার্তা না থাকা সত্ত্বেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দীঘা রামনগরের বিভিন্ন এলাকায় সকাল ৯ টা থেকে শুরু হবে প্রস্তুতি মহড়া। এই মহড়ার কারণে যাতে এলাকাবাসী কোন আতঙ্কিত হয়ে না পড়েন সেই কারণে বুধবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবনে অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেন।
সকাল ৯ টা থেকে শুরু হলেও বৃহস্পতিবার প্রায় সারাদিন ধরেই চলবে এই বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রস্তুতি মহড়া।রামনগর -১ ব্লকের পদিমা -১ অঞ্চলের পাঁচটি জায়গায় মহড়া হবে। মহড়ার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ হলে আগে কিভাবে স্কুলের পড়ুয়া, স্বাস্থ্যকেন্দ্রের রুগি এবং কারখানার শ্রমিক সহ অন্যান্যদের উদ্ধার করা হবে তা আর্মি,উপকূল রক্ষীবাহিনী সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে মহড়া হবে।


মহড়ার সময় এলাকার মানুষ যাতে আতংকিত না হয় তার জন্য আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য সাংবাদিক বৈঠক করা হয় বলে জানান অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভট্টাচার্য। সম্প্রতি কয়েক বছর ধরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ ঘটে চলেছে তার কারনে আগে থেকে প্রস্তুত থাকছে দপ্তরের আধিকারিকরা। কয়েকদিন আগে শিল্প শহর হলদিয়ায় মহড়া করার সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। যাতে নতুন করে আতংক না ছড়ায় তার জন্য সংবাদমাধ্যমের  মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয় প্রশাসনের পক্ষ থেকে।